কনাকে নিয়েই প্রতিহিংসামূলক পোস্ট ন্যান্সি’র!

প্রকাশিতঃ 6:04 pm | July 15, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়ে একটি পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সেখানে প্রতিপক্ষকে এমন ভাষায় আক্রমণ করেছেন গায়িকা যা নিতে পারেননি নেটিজেনরা। ফলে ন্যান্সিকেই এক হাত নিচ্ছেন তারা।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ন্যান্সি লিখেছিলেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রাণী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ড ও ঠিক তেমন বিশ্রী।’

শেষে সতর্ক বার্তা ন্যান্সি লিখেছেন, ‘মানের ভয় তোমার নেই জানি কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও। নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে- সুস্থ শিল্প সমাজ।’

এরপর থেকেই আলোচনা হচ্ছে ফেসবুকে চলচ্চিত্র, নাটক ও সংগীত বিষয়ক বিভিন্ন গ্রুপে। ন্যান্সির মতো একজন প্রথম সারির গায়িকাকে প্রকাশ্যে এরকম আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে দেখে যারপরনাই অবাক নেটাগরিকরা।

একজন লিখেছেন, ‘ন্যান্সি এমনিতেও মানসিকভাবে সুস্থ না। সে যে কখন কী বলেন তার ঠিক নেই। তবে উনি ভালো গান।’ অন্য একজন একই সুরে লিখেছেন, ‘অশিক্ষার বহিঃপ্রকাশ।’

অন্য একজন নেটাগরিক লিখেছেন, ‘যার উদ্দেশে বললেন এমন ভাষা ইউজ করে তার আর ওনার মাঝে পার্থক্য কি রইলো আর!’

তবে কাকে এমন আক্রমণাত্মক ভাষায় আক্রমণ করলেন তা খোলাসা করেননি ন্যান্সি। তবে সে অপেক্ষায় নেই নেটবাসী। অনেকের ধারণা দিলশাদ নাহার কনাকে নিয়েই এমন প্রতিহিংসামূলক পোস্ট দিয়েছেন ন্যান্সি। মন্তব্যের ঘরে উল্লেখ করেছেন অনেকে।

কালের আলো/এমএএইচ/ইউএইচ