জামাত ছাড়লেও অন্য সংগঠনে যুক্ত হচ্ছেন না ব্যারিস্টার রাজ্জাক
প্রকাশিতঃ 4:31 pm | February 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সদ্য পদত্যাগ করা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জামায়াত থেকে পদত্যাগ করে নতুন কোনও সংগঠনে যুক্ত হওয়ার কোনও ইচ্ছা আমার নেই।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করার পর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এসময় জামায়াতে ইসলামীর বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, জামায়াত কী করবে কী করবে না, সেটা আমি বলতে পারবো না। পদত্যাগপত্রে বলেছি আমি আমার পেশায় যুক্ত থাকবো। নতুন কোনও সংগঠনে যুক্ত হচ্ছি না।
পদত্যাগ সম্পর্কে দলের প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জামায়াতে ইসলামীতে ছিলাম। আজকে পদত্যাগপত্র দলের আমির মকবুল আহমাদের কাছে পাঠিয়েছি। আমি নিজে ফোনে কথা বলেছি তার সঙ্গে, দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সাহেবকে জানিয়েছি। আমরা বন্ধু ছিলাম। আমাদের সম্পর্ক ভালো থাকবে আশা করি।
দল থেকে পদত্যাগ করলেও আপাতত দেশে ফেরার ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, লন্ডনে আমি ভালো আছি। লন্ডনেই আপাতত প্র্যাক্টিস করছি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির পদ থেকে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। পদত্যাগপত্রে বিস্তারিত বিবরণ দিয়ে তিনি জানিয়েছেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে দলকে ক্ষমা চাওয়া উচিত এবং কয়েক দফা উদ্যোগ নিলেও দলের হাইকমান্ড এতে কর্ণপাত না করায় তিনি পদত্যাগ বেছে নিয়েছেন।
কালের আলো/এএ/এমএইচএ