ত্রিশাল উপজেলা নির্বাচনে তৃণমূল ও জনমতে এগিয়ে ইকবাল হোসেন
প্রকাশিতঃ 8:41 am | February 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন। দীর্ঘদিন যাবত রাজনৈতিক সভা-সমাবেশের পাশাপাশি উঠান বৈঠক ও সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।
করে যাচ্ছেন সমাজকল্যাণমূলক কাজ। দলের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝেও তিনি বেশ জনপ্রিয়। ফলে বিএনপি’র দখলে থাকা এই উপজেলাটি পুনরুদ্ধার করতে ইকবাল বিকল্পহীন বলেই মনে করছেন অনেকেই।
জানা যায়, এই উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ছাড়াও আরো একাধিক দলীয় নেতা নৌকার প্রার্থী হতে চান। তাঁরা হলেন-জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার ও আওয়ামী লীগ নেতা সাইফুল আলম মানিক।
এর মধ্যে ইকবাল হোসেন, আব্দুল মতিন সরকার ও শোভা মিয়া আকন্দের নাম উপজেলা ও জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে দীর্ঘদিন যাবত দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের দু:খ-সুখে পাশে থাকার মানসিকতা এবং নিজস্ব উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও এলাকার উন্নয়নে কাজ করায় স্থানীয় ভোটাররা ইকবালকে পছন্দ করেন।
দলটির নেতা-কর্মীদের অনেকেই বলছেন, মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের কারো কারো একাধিকবার ভোটে পরাজিত হওয়ার রেকর্ড রয়েছে। নানা কারণে আবার তাঁরা বিতর্কিতও। সেদিক থেকে ইকবাল হোসেনের উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। আওয়ামী লীগের এই দুর্গে তাকে প্রার্থী করা হলে জয় সুনিশ্চিত।
স্থানীয়রা জানান, ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু পরিষদের জ্যেষ্ঠ এই সহ-সভাপতি সদালাপী, বিনয়ী এবং সহজেই মানুষের সঙ্গে মিশে যাওয়ার গুণ রয়েছে তাঁর। দলীয় রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে তিনি তাদের মন জয় করতে সক্ষম হয়েছেন।
উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের একটি বড় অংশও ইকবালের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন। নতুন ভোটারদের মাঝেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ভোটে তরুণ ভোটাররা ফ্যাক্টর হওয়ায় এই বিষয়টিও তাঁর জন্য প্লাস হবে।
এসব বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ইকবাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে ছাত্রজীবন থেকেই কাজ করে যাচ্ছি। রাজনীতির বাইরেও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসাসহ ধর্মপ্রাণদের সঙ্গে সব সময়ই যোগাযোগ রক্ষা করেছি।
আমি আজীবনই শেখ হাসিনার জন্য কাজ করে যেতে চাই। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দেওয়া হলে রেকর্ড ভোটে আমি নির্বাচনে বিজয়ী হতে সক্ষম হবো।’
কালের আলো/এমএ/এমএইচএ