সরকারি সফরে বাংলাদেশে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং ইস্টাবলিশমেন্ট এর কমান্ড্যান্ট

প্রকাশিতঃ 8:19 pm | June 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি সফরে বাংলাদেশে এসেছেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun এবং জাম্বিয়া মিলিটারি ট্রেনিং ইস্টাবলিশমেন্ট এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল Hedon Mwilu।

মঙ্গলবার (০৪ জুন) তাঁরা সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল Peter Kakowou Lavahun এদিন ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, তাঁরা আগামী ০৬ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিতব্য ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অবলোকনের জন্য বাংলাদেশে আগমন করেন। তাঁদের এই সফরের মধ্য দিয়ে সিয়েরা লিওন ও জাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে আশা করা যায়।

কালের আলো/আরআই/এএইচ