পিস কিপার্স রান উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশিতঃ 4:00 pm | May 29, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিশ্বের অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় বিমানবাহিনী ঘাঁটি বাশার এবং চট্টগ্রামে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে ‘পিস কিপার্স রান-২০২৪’ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বুধবার (২৯ মে) বিমানবাহিনী ঘাঁটি বাশারে ‘পিস কিপার্স রান-২০২৪’ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে বক্তব্য দেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যমের সদস্যরা পিস কিপার্স রানে অংশগ্রহণ করেন।
কালের আলো/ডিএস/এএম