শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বলেই পাহাড়ে বিরোধ: মেনন
প্রকাশিতঃ 11:01 pm | February 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির মূল বিষয়ের অনেকগুলোই যথাযথভাবে বাস্তবায়ন হয়নি বলে পাহাড়ে এখনও ভূমি বিরোধ এবং সংঘাত চলছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসী দলের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি বিরোধ নিষ্পত্তি ও ভাষা-সংস্কৃতি রক্ষায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী দীর্ঘদিন যে দাবি জানিয়ে আসছে, তা একাদশ জাতীয় সংসদের মেয়াদেই পূরণ করা হবে বলে তিনি আশাবাদ জানান।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত ‘আদিবাসী বাঙালি সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে রাখা বক্তব্যে এসব কথা বলেন।
মেনন বলেন, পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পর পাহাড়ে বাঙালি অনুপ্রবেশ, তাদের অভিবাসন বন্ধ করতে হবে। তবে মনে রাখতে হবে, একদিনেই সব সমস্যার সমাধান হবে না। শুধু দেশই নয়, বাইরের অনেক শক্তিও এতে জড়িত। চুক্তি বাস্তবায়নে তাই ধৈর্য্য ধরতে হবে।
‘সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষার অধিকার চাই’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণে উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব হরেন্দ্রনাথ সিং। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ সামাদ, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, আদিবাসী নেতা বিচিত্রা তিরকি প্রমুখ।
বিকালে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষার অধিকার নিয়ে প্রবন্ধ পাঠ অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, শান্তনু কায়সার, গজেন্দ্রনাথ মাহাতো, খন্দকার মনিরুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো ও সাঁওতাল সম্প্রদায় তাদের নিজস্ব ভাষায় রচিত গান ও নৃত্য পরিবেশন করে।
কালের আলো/এএ/এমএইচএ