নিউজিল্যান্ড সফর শেষ সাকিবের!
প্রকাশিতঃ 2:06 pm | February 09, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে হার যতটা না কষ্ট দিয়েছে, তার চেয়েও বড় চিহ্ন এঁকে দিয়েছে সাকিব আল হাসানের শরীরে। ফাইনালে পাওয়া আঙুলের চোটে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন দেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক
গেল এক বছরে বেশিরভাগ সময়ই ইনজুরিতে কাটিয়েছেন সাকিব আল হাসান। চোটের ধকল সেরে কি দুর্দান্ত ফর্মেই না ছিলেন। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি অলরাউন্ডিং পারফরম্যান্সে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। দারুণ ছন্দ নিয়ে আজ নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইনজুরি ‘অভিশাপ’ আবারও মাঠের বাইরে ঠেলে দিল দেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানকে।
শুক্রবার ১১তম ওভারে থিসারা পেরেরার একটি শর্ট বল সাকিবের বাঁহাতের অনামিকায় আঘাত করে। ম্যাচ শেষে এক্সরে রিপোর্টে চিড় ধরা পরে।
এই বিষয়ে বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘ম্যাচের পরেই সাকিবের এক্সরে করানো হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি তার আঙুলে চিড় আছে। তার চোট সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।’
কালের আলো/এএ/এমএইচএ