পলওয়েল দেশের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানে পরিণত হবে : আইজিপি

প্রকাশিতঃ 7:13 pm | May 25, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পলওয়েল-কে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েল’র সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (২৫ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান।

এ সময় আইজিপি বলেন, পলওয়েল-কে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। শেয়ারহোল্ডারগণকে কিভাবে আরও উন্নত সেবা প্রদান করা যায় সেজন্য আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পলওয়েল দেশের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানে পরিণত হবে।

সভায় পলওয়েলের সম্পাদক ও অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন। সভায় ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পলওয়েল’র ব্যবস্থাপনা কমিটির সদস্য, পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত ডেলিগেটস, শেয়ার হোল্ডার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের ১৫৯টি ইউনিটের ইউনিট প্রধান ও কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের শেয়ার ক্রয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।

কালের আলো/ডিএস/এমএম