রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
প্রকাশিতঃ 9:52 pm | March 16, 2024
চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:
নগরীর নন্দনকান এলাকায় রাইফেল ক্লাব ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখা সহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে।
সন্ধ্যা সাতটায় আগুন লাগলেও এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ, নন্দনকানন সহ আশেপাশের ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে। অধিক পরিমাণ ধোঁয়া থাকায় আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিভাবে আগুন লাগলো তা এখনও জানতে পারিনি।
কালের আলো/এমএইচ/এসবি