সংরক্ষিত আসনে ত্যাগী-রাজপথে সক্রিয়দেরকে প্রাইয়োরিটি : কাদের
প্রকাশিতঃ 12:55 pm | January 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
দলের জন্য যারা কাজ করেছেন, ছিলেন রাজপথেও-একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তাদের বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক কর্মীদের বেশি মূল্য দেব। যারা রাজনীতি করেছে, ত্যাগ করেছে, সংগ্রাম-আন্দোলনে ছিল, তাদের প্রাইয়োরিটিটাই এখানে বিশেষভাবে থাকবে।’
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আনুপাতিক হারে আওয়ামী লীগ মনোনয়ন দেবে ৪৩টি আসনে। এদিকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম।
কালের আলো/এএ/এমএইচএ