রাজধানীতে র‍্যাবের টহল-তল্লাশি

প্রকাশিতঃ 8:40 pm | July 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং একই সঙ্গে চুরি-ছিনতাই-ডাকাতির মতো অপরাধ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে র‍্যাব। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট করে গাড়ি তল্লাশি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে র‍্যাবের টহল দেখা যায়।

রাজধানীর মিরপুর, গাবতলী, শাপলা চত্বর, টিকাটুলি, বিএনপি কার্যালয়, মৎস্য ভবন, ধানমন্ডি রোড এলাকায় র‍্যাবের মোটরসাইকেলসহ গাড়ি দিয়ে টহল দেওয়া হয়। যেকোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে র‍্যাবকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

র‍্যাব সদস্যরা জানান, জনমতে ভীতি দূর করে স্বস্তি দিতেই বিভিন্ন সড়কে র‍্যাবের টহল। এলিট বাহিনী হিসেবে অপরাধীদের অপরাধ করা ঠেকাতে এবং জনগণের সার্বিক নিরাপত্তায় র‍্যাবের রোবাস্ট পেট্রোলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট করে গাড়ি তল্লাশি করা হচ্ছে। যেকোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

র‍্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, সমাবেশকে কেন্দ্র করে র‍্যাব-১-এর দায়িত্বাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া উত্তরার প্রবেশমুখগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার পাঁয়তারা করলে ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, রাজধানীর প্রবেশমুখ সায়েদাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকায় পেট্রোলিং করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে যেকোনও ধরনের ঘটনা ঘটলে র‍্যাবকে অবহিত করার জন্য বলা হচ্ছে।

কালের আলো/এমএইচ/এসবি