ড. কামালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ

প্রকাশিতঃ 4:32 pm | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ। এজন্য কামাল হোসেন যেভাবে চাইবেন, পুলিশ তাকে সেভাবেই নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। বুধবার দুপুরে মতিঝিলে ড. কামালের অফিসে তার সঙ্গে পুলিশের উর্ধতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল এসব কথা বলেন।

পুলিশ কেন এসেছে- জানতে চাইলে কামাল হোসেন বলেন, তারা বলেছেন- আপনার নিরাপত্তার বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যদি আপনার নিরাপত্তা প্রয়োজন হয়, সেটা আমাদেরকে জানালে আমরা সেভাবে নিরাপত্তার ব্যবস্থা করবো। আপনি যদি বাড়িতে গাড়িতে যেতে নিরাপত্তা চান, তাহলে সেই নিরাপত্তারাও আমরা দিতে পারি। বলেছেন, আমরা আপনার নিরাপত্তা দিতে প্রস্তুত। আপনি নিরাপত্তা চাইলে আমরা দেবো।

ডিএমপি কমিশনারের সঙ্গে ফোনে কী কথা হয়েছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি দুঃখ প্রকাশ করেছেন। কারণ উনার আসা কথা ছিল। কিন্তু একটা জায়গায় আটকে পড়েছে। বলেছেন, পরে আমি আসবো।’

সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কী- এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আশঙ্কা তো অবশ্যই হচ্ছে। কারণ ধড়-পাকড় চলছে। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, জেলায় জেলায় থেকে ফোনে বলছে, প্রার্থিদের উপরে হামলা ও আটক করা হচ্ছে। এটা অস্বাভাবিকভাবে হচ্ছে।

নির্বাচন সুষ্ঠু হওয়া আশা দেখছেন কী না- জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, আশা তো আমরা সব সময়ই করবো। কিন্তু আশঙ্কাও আছে। কারণ যেভাবে হামলা ও গ্রেপ্তার করা হচ্ছে!

ধানের শীষের ৮ জন প্রার্থি বাতিলের বিষয়ে জানতে চাইলে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ইতিমধ্যে গণফোরামের ৩ জনকে তারা (বিএনপি) সমর্থন দিয়েছে। এগুলো হলো: সিলেট-২, জামালপুর-১ এবং মানিকগঞ্জ-২। এভাবে যাচাই- বাছাই করছে, কাকে কাকে সমর্থন দেওয়া যায়। আরো দেবে।

কারচুপি হলে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কী না- এই প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, আমার কথা, ধরে রাখতে হবে। ওরা যেন না বলতে পারে যে, সরে গেছে। এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে কেনো আমরা সরে যাবো। যদি শেষ পর্যন্ত অসম্ভব করে দেয় তখন মানুষজন দেখবে, অসম্ভব করে দিয়েছে।

নির্বাচনে যে ফলাফল হবে, তা আপনারা মেনে নিবেন কী না- এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি দেখে এর উত্তর দেওয়া যেতে পারে।

পুলিশকে আপনি জানোয়ার বলেছেন না কী? জানতে চাইলে কামাল হোসেন বলেন, ওই অর্থে তো বলেনি। তারা মানুষ হিসেবে ভূমিকা রাখবে, আমিও সেটা আশা করি। বলেছি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা রাখবে। আমরা তো পুলিশের প্রশংসাও করেছি।

কালের আলো/এএ/এমএইচএ