ফুলবাড়িয়ায় বিশাল জনসভায় মিন্টুকে দ্বাদশ ভোটে জাসদের প্রার্থী ঘোষণা হাসানুল হক ইনুর

প্রকাশিতঃ 9:54 pm | June 10, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দুর্নীতিমুক্ত, উন্নয়ন ও শান্তির ফুলবাড়িয়া উপহার দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেছেন, ফুলবাড়িয়ার মানুষ পরিবর্তন চায়। আমরাও ইতিবাচক পরিবর্তনের পক্ষে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু আমাদের প্রার্থী থাকবেন। মিন্টু অসাম্প্রদায়িক এবং জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিক। মিন্টু পরীক্ষিত জনসেবক। তিনি আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিতে সক্ষম হবেন।

শনিবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদের উদ্যোগে আয়োজিত বিশাল জনভায় প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ এই বার্তা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি। এর আগেও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ২২ নভেম্বর ও ২০১৮ সালের ২৩ অক্টোবর ফুলবাড়িয়ায় স্মরণকালের শ্রেষ্ঠ দুটি জনসভায় ভাষণ দিয়েছিলেন ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ এই নেতা। ওই সময়ও তিনি আসনটিতে ময়মনসিংহ সিটি করপোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর ও এরশাদ বিরোধী আন্দোলনের লড়াকু ছাত্রনেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে জাসদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। যদিও শেষতক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন অ্যাডভোকেট দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে এবারের রাজনীতিক প্রেক্ষাপট ভিন্ন। নানা কারণে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য ব্যাকফুটে রয়েছেন। দলীয় কোন্দল-বিভক্তিও মাথাচাড়া দিচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে রাত-দিন একাকার করে অবহেলিত ফুলবাড়িয়ার মাটি ও মানুষকে জাগিয়ে তোলার পাশাপাশি উপজেলাবাসীকে বঞ্চনার শেকলমুক্ত করতে পরিবর্তনের পক্ষে আওয়াজকে জোরালো করে তুলেছেন, নতুন স্বপ্নে বিভোর করেছেন জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। শনিবারের (১০ জুন) বিশাল জনসভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সরাসরি উপস্থিতি ও বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য মিন্টুর পক্ষে ১৪ দলের মনোনয়নের প্রত্যাশার পারদকে ঊর্ধ্বমুখী করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রত্যাশাও অভিন্ন। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যেও সেই কথার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। হাসানুল হক ইনু বলেন, ‘ঢাকায় রাজাকারমুক্ত শেখ হাসিনা থাকুক আর ফুলবাড়িয়াকে দুর্নীতিমুক্ত করে জাসদের মিন্টু আপনাদের এমপি হিসেবে থাকুক। চোরের নেতৃত্বে গ্রাম বাংলা চলতে পারে না। ফুলবাড়িয়ার বর্তমান সংসদ সদস্য ও তাঁর লোকজন চোর। মানুষ এই পরিবার থেকে মুক্তি চায় উন্নয়নের স্বার্থে।’

বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই ক্ষমতা চায়, তারা নির্বাচন চায় না
ফুলবাড়িয়া উপজেলা জাসদের উদ্যোগে স্মরণকালের বিশাল জনসভায় দেশের চলমান রাজনীতি, বিদেশী কূটনীতিকদের রহস্যময় অপতৎপরতাসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই ক্ষমতা চায়, তারা নির্বাচন চায় না বলেও তোপ দাগেন ৭১’র রনাঙ্গনের এ দক্ষ সংগঠক, বীর মুক্তিযোদ্ধা।

হাসানুল হক ইনু এমপি বলেন, ‘বিএনপি জামায়াত চেষ্টা করলেও ভোটের নামে আর ভূতের সরকার হবে না। এই বছরের শেষে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা, ইউরোপসহ দেশি-বিদেশী মহল সকাল-বিকাল কথা বলছে। আমি একজন দেশের নাগরিক হিসেবে বলছি- মনে অনেক কষ্ট, বাজারে গেলে কষ্ট হয়। নিত্যপণ্য সকালে এক দাম, বিকালে আরেক দাম। এটা ব্যবসা বলে না, এটা লুটপাট বলে। এসব বাজার সিন্ডিকেট ও লুটেরাদের গ্রেপ্তার করে জেলখানায় ভরে রাখতে হবে।

এ সময় তিনি বিদ্যুৎ সঙ্কটের কথা উল্লেখ করে বলেন, আগে বাড়িতে, স্কুল- কলেজে ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতো, এখন সেই বিদ্যুৎ সংকট। এই ব্যথা এই কষ্ট নিয়ে নির্বাচনের কথা শুনতে হচ্ছে। নির্বাচন যদি সময় মতো না হয়, সংবিধান থাকবে না। যথা সময়ে নির্বাচন করতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনের আগেই ক্ষমতা চায়, তারা নির্বাচন চায় না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। দেশ বিদেশীরা যাই বলুক সংবিধান রক্ষার জন্য নির্বাচন হবে, ভোটের নিয়মেই হবে। বিএনপি জামায়াত চেষ্টা করলেও ভোটের নামে ভুতের সরকার, অস্বাভাবিক সরকার ও সামরিক সরকার হবে না। বাংলাদেশের জনগণ সেটা চায় না।

আশাবাদী উচ্চারণ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন বানচালের চক্রান্ত আটকানো হবে। বাজার সিন্ডিকেট দমন করা হবে। অচিরেই সমাধান করা হবে বিদ্যুৎ সঙ্কটেরও। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবেই হবে। এতে বিএনপি আসলে আসতেও পারে নাও আসতে পারে তাদের ব্যাপার। তবে গণতন্ত্রের কথা বলে জঙ্গি জামাত নিয়ে বিএনপিকে কোনভাবেই আসতে দেয়া হবে না। আমি ইনু তাদের প্রতিহত করব। জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। জামাত জঙ্গির সাথে ভোট করার জন্য না।’

শেখ হাসিনা শক্তিশালী আলোর বাতি
বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী আলোর বাতি উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনা ঘর আলো করেছেন। কিন্তু কিছু পোকামাকড় ভিড় করছে। শেখ হাসিনাকে বাঁচিয়ে পোকামাকড় ধ্বংস করতে হবে।’

বিএনপির কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা শুধুই মুখে বলে। তারা বিগত ১০ বছর ক্ষমতায় ছিল কিন্তু কোন উন্নয়ন হয়নি। রাজাকার জঙ্গি জামায়াত লালন পালন করেছে। তারা সব রাজাকার, জঙ্গি এবং জামাতের ঠিকানা। জঙ্গি উৎপাদন পূর্ণ উৎপাদনই তাদের কাজ।

উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহামেদ লিটন, মহানগর জাসদের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শামসুল আলম খান প্রমুখ।

কালের আলো/একে/এমকে