সংঘাতকে কালো অধ্যায় বললো পাকিস্তানের সেনাবাহিনী
প্রকাশিতঃ 10:35 pm | May 10, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনা লক্ষ্য করে হওয়া হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (১০ মে) বলেছে যে, ৯ মে-কে কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হবে।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করার পরই সেনাবাহিনীকে লক্ষ্য বস্তু বানানো হয়।
সেনাবাহিনীর গণমাধ্যম শাখাটি জানায়, ইমরানকে গ্রেফতারের পরপরই সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনায় সংগঠিত হামলা চালানো হয় এবং সেনাবাহিনীবিরোধী স্লোগান দেওয়া হয়।
এ সময় পিটিআই নেতাদের ভণ্ড বলেও সমালোচনা করা হয়। কারণ তারা একদিকে কর্মীদের সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দিচ্ছে অন্যদিকে বাহিনীর প্রশংসা করছেন।
এদিকে ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।
ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।
কালের আলো/ডিএসবি/এমএম