আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা শুরু
প্রকাশিতঃ 6:08 pm | May 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আন্তঃবাহিনী আযান ও কিরাত প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার (০৮ মে) ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ও লজিস্টিকস্ এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান।
আইএসপিআর জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১১ মে আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
কালের আলো/বিএএ/এমএম