চলন্ত মেট্রোরেলের জানালায় ঢিল, নথিভুক্ত হবে মামলা
প্রকাশিতঃ 4:16 pm | May 01, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি কোচের জানালার কাচ ভেঙে গেছে। অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তি দিতে এরইমধ্যে থানায় অভিযোগ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (০১ মে) দুপুরে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, গতকাল (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা এরকম কোনো একটা সময়ের মধ্যে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনগামী একটি মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনের ঢোকার মুখে একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাহফুজুর রহমান বলেন, আমরা সঠিক লোকেশনটা গতকালকে বের করার চেষ্টা করেছি। পুলিশের কর্মকর্তারা বিষয়টি দেখছেন, তারা ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, কীভাবে ঘটনাটি ঘটলো।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মেট্রোরেল কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ক্ষয়ক্ষতি ও স্পটের তথ্যসহ সন্দেহজনক ভবনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগটি সিনিয়র কর্মকর্তাদের পরামর্শে মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
কালের আলো/এনএল/বিএএ