গুলিস্তানে বিস্ফোরিত ভবন থেকে আরও দুই মরদেহ উদ্ধার
প্রকাশিতঃ 5:12 pm | March 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেই ভবন থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা।
বুধবার (৮ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য দিনমনি শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। সেখানে পরিচয় শনাক্ত করা হবে।
এর আগে, মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।
কালের আলো/এমএইচ/এসবি