শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিতঃ 7:56 pm | February 13, 2023

কালের আলো ডেস্ক:

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার সার্বিক নির্দেশনা এবং বিওএ এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব গত ০২ হতে ১০ জানুয়ারি পর্যন্ত আন্তঃউপজেলা পর্যায়, দ্বিতীয় পর্ব ১৬ হতে ২২ জানুয়ারি পর্যন্ত আন্তঃজেলা পর্যায়ে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। গেমসের চূড়ান্তপর্ব আগামী ২৬ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ ঢাকায় অনুুষ্ঠিত হবে।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, কো-চেয়ারম্যান হিসেবে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত পর্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে ১ম বাংলাদেশ যুব গেমস্ একক ও দলীয়সহ মোট ২১টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ আরো বিশাল পরিসরে একক ও দলীয়সহ মোট ২৪ টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে তিনটি পর্বে আনুমানিক ৬০,০০০ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, টিম ম্যানেজার, বিভিন্ন অফিসিয়াল ও ক্রীড়া সংগঠক সরাসরি সম্পৃক্ত থাকবেন।

কালের আলো/এসবি/এমএম