শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিতঃ 12:50 pm | February 07, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর শ্যামপুরের চাঁদনী টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে, আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি খালেদা ইয়াসমিন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লাগা আগুন দুপুর ১২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

কালের আলো/এমএইচ/এসবি