কঠোর হুঁশিয়ারি দিলেন নজরুল ইসলাম
প্রকাশিতঃ 10:11 pm | December 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঠাকুরগাঁওয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার পর আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে বিএনপি নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের মহাসচিবের বহরে আক্রমণ করার পর যা হয়েছে, আমরা সারাদেশে তাই করার চেষ্টা করব।’
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের যৌথসভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, দুপুর ১টা নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে প্রচারণা চালানোর সময় হামলার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির নেতাকর্মীদের।এ ঘটনায় ৪০ জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
হামলার জবাবে পাল্টা হামলার বিষয়টিকে ‘জনতার প্রতিরোধ’ হিসেবে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘পুলিশের সহায়তায় বা ছত্রছায়ায় হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই। কিন্তু এই হামলা আমাদেরকে ভীত-সন্ত্রস্ত করছে না। তাদের (আওয়ামী লীগ) আমরা জানি— এই সরকারের অধীনে আগেও আমাদেরকে জীবন কাটাতে হয়েছে। এবার এত অত্যাচার, এত গুম-খুন, এত দুর্নীতি তারা করেছে যে ক্ষমতা হারাতে ভয় পায়। তাই ক্ষমতা জোর করে ধরে রাখার জন্য তারা এসব করছে। এবং তারা আশা করছে. এসব করে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া যায় কি না— যেন তারা ২০১৪ সালের মতো জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতায় আসীন হতে পারে।’
‘আমরা কী করব, এটা যদি জানতে চান— তাহলে আমি আপনাদের বলব, আমাদের মহাসচিবের বহরে আক্রমণ করার পর যা হয়েছে, আমরা সারাদেশে তাই করার চেষ্টা করব। অর্থাৎ জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা আশা করছি সারাদেশেই প্রতিরোধ গড়ে তুলবে’— বলেন নজরুল ইসলাম খান।
কালের আলো/এএ/এমএইচএ