আইএসপিআরের দায়িত্বে নতুন পরিচালক

প্রকাশিতঃ 1:29 pm | December 11, 2018

কালের আলো ডেস্ক:

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল মো. আবদুল্লা ইবনে জায়েদ।

লেফট্যানেন্ট কর্নেল আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হবেন আবদুল্লা ইবনে জায়েদ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) জনপশাসন মন্ত্রণালয় আইএসপিআরের পরিচালক নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাস্ত করেছে।

আর আইএসপিআরের বর্তমান পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আলমগীর কবিরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালন্স এ সেন্টার অব দ্য হায়ার স্ট্যাডিজ অ্যান্ড রিসার্চের রিসার্চ সাপোর্ট সেকশনের অ্যাডিশনাল ডিরেক্টর নিয়োগ দিয়ে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কালের আলো/এএম/এমএইচএ