জনগণের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 3:03 pm | January 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জনগণের মঙ্গলের জন্য ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ যেমন- কোভিড-১৯ বা ইউরোপ সমস্যা মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য অংশীদারিত্বের ওপর জোর দিয়েছে দুই দেশ।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশ তাদের জনগণের মঙ্গল, শান্তি ও উন্নতির জন্য একসঙ্গে কাজ করবে।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে জানিয়ে মন্ত্রী সবধরনের বাণিজ্য বাধা দূর করার আহ্বান জানান।

কালের আলো/এমএইচ/এসবি