দুর্গম এলাকায় বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 6:25 pm | December 31, 2022

কালের আলো প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব শিক্ষার্থী নতুন বই পাবে। হাওর, চর ও পার্বত্য অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যেসব এলাকায় শিক্ষক সংকট আছে এবং থাকার ব্যবস্থা নেই, সেই সমস্যাও দূর করতে পরিকল্পনা হাতে নিয়েছি।
শনিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন ঠিক তেমনি শিক্ষাও সবার কাছে পৌঁছে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।
কালের আলো/এসবি/এমএম