স্বপ্ন এখন বাস্তব, মেট্রোরেল যুগে বাংলাদেশ

প্রকাশিতঃ 9:54 am | December 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের প্রথম মেট্রোরেল। ১৬ কোটি মানুষের বহু কাঙ্ক্ষিত স্বপ্ন। সেই স্বপ্ন আজ পরিণত হচ্ছে বাস্তবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। উদ্বোধন হতে যাচ্ছে আজ। এর মধ্যদিয়েই বিশ্বের বুকে আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে মেট্রোরেলের যুগে এখন বাংলাদেশ। স্বপ্নের এই মেট্রোরেল দ্রুতগতিতে ছুটবে রাজধানীর বুকে। নগরবাসী স্বল্পসময়ে পৌঁছাবেন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানিয়েছেন, লাল ফিতা কেটে নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ডিএমটিসিএল। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা।

উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

কালের আলো/পিএম/এমএম