সাকিব-মিরাজের ভেলকিতে দিশেহারা উইন্ডিজ

প্রকাশিতঃ 4:21 pm | December 01, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২০ রানে প্রথমসারির চার ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন। ২৯ রানে হারিয়েছে তারা পঞ্চম উইকেট।

শনিবার টেস্টের দ্বিতীয় দিনে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওভারেই সাকিব সাফল্য পান। দুর্দান্ত ঘূর্ণিতে তিনি ওপেনার ক্রেগ ব্র্যাথওয়েটকে সরাসরি বোল্ড করেন।

শূন্য থেকে ৬ রান যেতেই আঘাত হানেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে কাইরন পাওয়েল ৪ রান করে বোল্ড হন।

মাত্র ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। তবে তাদের এই বিপর্যয় আরও বাড়ে দলীয় ১৭ রানে সাকিব সুনীল অ্যামব্রিসকে বোল্ড করলে। তিনি ৭ রান করেন।

আর দলীয় ২০ রানে মিরাজ রসটন চেজকে বোল্ড করেন। এরপর ১০ রান করা সাই হোপকেও বোল্ড করেন মিরাজ।

এর আগে মাহমুদউল্লাহর ১৩৬ রানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৫০৮ রান। তিনি ছাড়া অধিনায়ক সাকিব ৮০, অভিষিক্ত সাদমান ইসলাম ৭৬ এবং লিটন কুমার দাস ৫৪ রান করেন।

কালের আলো/পিডি/এমএইচএ