‘বিএনপি নেতাকর্মীদের তিলে তিলে শেষ করে দেয়ার পাঁয়তারা চলছে’
প্রকাশিতঃ 1:10 pm | November 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি নেতাকর্মীদের তিলে তিলে শেষ করে দেওয়ার জন্যই কারাগারে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করার পর এ বছর আরেকটি প্রহসনের নির্বাচন করতে বর্তমান আওয়ামী ভোটারবিহীন সরকার। এ জন্য বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করার মহাতৎপরতা চালাচ্ছে। ভীষণ অসুস্থ হলেও জেলখানায় তিলে তিলে শেষ করার জন্য বিএনপির নেতাকর্মীদের কোনো চিকিৎসা দেওয়া হয় না। ’
তিনি আরও বলেন, ‘চিকিৎসা না পাওয়ায় আওয়ামী শাসনামলে বিএনপির তৎকালীন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুসহ বিএনপির অনেক নেতাকর্মীর জেলখানায় করুণ মৃত্যু হয়েছে। তিন মাস পূর্বে মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ তেজগাঁও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল তামিম গাজীপুর জেলে গতকাল মৃত্যুবরণ করেছে। কারা কর্তৃপক্ষের অবহেলা ও সরকারের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। ’
এ সময় সরকার বিএনপির বহু নেতাকর্মীকে বিনা চিকিৎসায় মেরে ফেলার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার আগেই তাকে আদালতের কাঁঠগড়ায় নেওয়া হয়। ’
নজরুল ইসলাম খান বলেন, ‘একজন প্রার্থীর বাসায় আর কাউকে যেতে দেওয়া হবে না, বের হলেই তাদের গ্রেপ্তার করা হবে। এটা আসলে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তার যে মৌলিক অধিকার এ অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। ’
নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফ্লিল্ড তৈরি হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হয়রানি-গ্রেপ্তার চলছে এবং প্রার্থীদের সাধারণ কর্মীদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। ’
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন নজরুল ইসলাম খান। একই সঙ্গে অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।
কালের আলো/এমএইচএ