ময়মনসিংহ বিভাগে বিএনপির মনোনয়নের চিঠি পেলেন যারা
প্রকাশিতঃ 10:06 pm | November 27, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রথমদিন বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে চিঠি দেওয়ার পর ২য় দিন আংশিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের প্রার্থীদেরকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ বিভাগে মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন-
ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আলী আজগর, আফজাল এইচ খান ও সালমান ওমর রুবেল।
ময়মনসিংহ-২: শাহ শহীদ সারোয়ার ও আবুল বাশার আকন্দ।
ময়মনসিংহ-৩: ডা: আব্দুস সেলিম ও আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
ময়মনসিংহ-৪: ডা: এ জেড এম জাহিদ হোসেন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহ-৫: এ কে এম মোশাররফ হোসেন, জাকির হোসেন বাবলু ও মো. জাকারিয়া।
ময়মনসিংহ-৬: ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ ও আখতারুল আলম ফারুক।
ময়মনসিংহ-৭: ডা: মাহাবুবুর রহমান লিটন ও আমিন সরকার।
ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও শাহ নুরুল কবির শাহীন।
ময়মনসিংহ-৯: খুররম খান চৌধুরী ও ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহ-১০: এ বি সিদ্দিকুর রহমান ও আখতারুজ্জামান বাচ্চু।
ময়মনসিংহ-১১: ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোনা-২: আশরাফ উদ্দিন ও এটিএম আব্দুল বারী।
নেত্রকোণা-৩: রফিকুল ইসলাম হেলালী ও দেলোয়ার হোসেন ভূইয়া; নেত্রকোণা-৫: রাবেয়া খাতুন ও আবু তাহের তালুকদার।
শেরপুর-১: মো. হযরত আলী; শেরপুর-২: একেএম মোখলেসুর রহমান রিপন; শেরপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল ও মাহমুদ রুবেল।
জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত ও আব্দুল কাইয়ুম; জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল।
জামালপুর-৪: ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫: অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।
কালের আলো/ওএইচ