বাড়তি ভাড়া নেওয়ায় রাইদা পরিবহনকে জরিমানা

প্রকাশিতঃ 5:24 pm | August 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পোস্তগোলা-রামপুরা-দিয়াবাড়ী রুটে চলাচলকারী রাইদা পরিবহনের একটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ায় সোমবার (৮ আগস্ট) রামপুরার সড়কে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত বাসটিকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াৎ।

তিনি বলেন, ভাড়া তদারকিকালে রাইদা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। দেখা যায় বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শিত হয়নি। পরে বাসটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেখান থেকে অতিরিক্ত আদায়কৃত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

বাস ভাড়া কিলোমিটারে বাড়লো ৩৫ পয়সা, দূরপাল্লায় ৪০
ম্যাজিস্ট্রেট আরও বলেন, সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় ও নতুন ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়টি তদারকি করা হবে।

কালের আলো/বিএসবি/এএ