‘বন জোভি’র বেজ বাদক অ্যালেক আর নেই
প্রকাশিতঃ 8:54 pm | June 06, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড বন জোভির সাবেক বেইজিস্ট অ্যালেক জন মারা গেছেন। রোববার (৫ জুন) পৃথিবী ভ্রমণ শেষ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সোশ্যাল মিডিয়ায় অ্যালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের মূল ভোকাল জন বন জোভি। তবে সাবেক এই বেজিস্টের মৃত্যুর কারণ জানা যায়নি।
১৯৮৩ সালে নিউজার্সিতে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড ‘বন জোভি’। ১৯৮৩-১৯৯৪ সাল পর্যন্ত দলটির গিটারিস্ট হিসেবে ছিলেন অ্যালেক। বয়সে তিনি ব্যান্ডের অন্যান্য সদস্যদের চেয়ে বড় ছিলেন। ঠুনকো কারণে ব্যান্ডের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। অ্যালেক জানিয়েছিলেন, বয়সের ব্যবধানের কারণেই আইকনিক ব্যান্ডটি ছেড়েছেন তিনি।
প্রসঙ্গত, বন জোভির দলটিতে রয়েছেন কন্ঠশিল্পী জন বন জভি, কীবোর্ডিস্ট ডেভিড ব্রায়ান, ড্রামার টিকো টরেস, গিটারিস্ট ফিল এক্স এবং বেইজিস্ট হিউ ম্যাকডোনাল্ড।
কালের আলো/এমএইচ/এসবি