পুলিশের সঙ্গে ইসির বৈঠক কাল
প্রকাশিতঃ 4:19 pm | November 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কাজে সহায়তা ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে নির্দেশনা দেওয়া হবে। ’
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হেলালুদ্দীন আহমদ বলেন,‘নির্বাচনের প্রাক্কালে রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপারসহ একত্রে আমরা একটি সভা করে থাকি। কিন্তু এবার আমরা রিটার্নিং অফিসারদের আলাদা ব্রিফ করেছি। একইভাবে আমরা পুলিশকেও আলাদাভাবে ব্রিফ করতে চাচ্ছি। ’
তিনি আরও বলেন, নির্বাচনে জঙ্গি হামলা ঠেকাতে বর্ডার এলাকার জন্য আলাদা ব্যবস্থা থাকবে।
বৈঠকে বাংলাদেশের সকল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার, ডিআইজি এবং পুলিশ সুপাররা বৈঠকে অংশগ্রহণ করবেন। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন বলেও জানান ইসি সচিব।
কালের আলো/এনএম