সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশিতঃ 8:53 pm | May 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেকে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ২০ মে বিকেলে সাজেকে ল্যান্ড করবে। রাষ্ট্রপতি সাজেকের ঐতিহ্যবাহী লুশাই হেরিটেজ ভিলেজ পরিদর্শন করবেন এবং স্থানীয় গ্রাম প্রধানদের (হেডম্যান, কারবারি) সাথে মতবিনিময় করবেন। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার জন্য ১৮ মে থেকে ২২ মে পর্যন্ত সাধারণ পর্যটকদের বাড়তি নিরাপত্তার মধ্যদিয়ে সাজেকে যেতে হবে। ২৩ মে থেকে সব কিছু স্বাভাবিক নিয়মে চলবে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে কোনো রিসোর্ট কিংবা হোটেল বন্ধ থাকবে না। রাষ্ট্রপতির সফর সঙ্গীদের জন্য কিছু রিসোর্ট বুকিং রাখা হয়েছে, বাকি সব রিসোর্ট সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত আছে।

কালের আলো/এমএইচ/এসবি