বাংলাদেশকে ‘লজ্জায়’ ফেলা সেই মহারাজই এপ্রিলের সেরা
প্রকাশিতঃ 6:26 pm | May 09, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজ। এই স্পিনারের জাদুকরি বোলিংয়ে প্রোটিয়ায় বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে।
বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া সেই পারফরম্যান্সের জন্য এপ্রিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ’- এর পুরষ্কার জিতে নিলেন এই প্রোটিয়ান বাঁহাতি স্পিনার।
বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১০৮ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই স্পিনার আইসিসির এপ্রিল মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন।
এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মহারাজের প্রতিপক্ষ ছিলেন তারই সতীর্থ অফস্পিনার সাইমন হার্মার ও ওমানের ওপেনার জাতিন্দার সিং। দুইজনকে টপকে সেরার স্বীকৃতিটি নিজের করে নিলেন মহারাজ।
আর নারীদের ক্রিকেটে গত মাসে কেবল একটি ম্যাচ খেলেই এপ্রিল মাসের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
গত বছর থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।
কালের আলো/এমএইচ/এমকে