উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

প্রকাশিতঃ 12:14 pm | May 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক তৈবুর আলী (৬৫) ও অটোরিকশার যাত্রী রাতুল (৩৮)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা মামলার প্রক্রিয়াধীন। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। সকালের দিকে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।

জানা গেছে, ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক তৈয়ব আলীকে ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সিএনজি আরোহী রাতুল সকাল নয়টার দিকে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (উপ-পরিদর্শক) এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুজনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কালের আলো/ডিএস/এমএম