উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষনা
প্রকাশিতঃ 2:48 pm | November 17, 2018

কালের আলো স্পোর্টস:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তামিম ইকবাল। খবরটা আগেই জানা ছিল। তবে ইনজুরি কাটিয়ে এই সিরিজে ফিরেছেন সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের অধিনায়ক ছিলেন মাহমুদল্লাহ। এবার দল সামলানোর দায়িত্ব সাকিবের।
এছাড়া প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। জিম্বাবুয়ে সিরিজে খারাপ করায় বাদ পড়েছেন লিটন দাস। তবে টিকে গেছেন টেস্ট সিরিজে খারাপ করা ইমরুল কায়েস। এছাড়া টেস্টে অভিষেক হওয়া মিঠুন-আরিফুলরাও আছেন দলে।
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে থাকা নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী এবং নাজমুল ইসলাম অপু দল থেকে বাদ পড়েছেন। সৌম্যর সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। তবে পেসার রুবেল হোসেনের দলে জায়গা হয়নি।
লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সিরিজের চার ইনিংসে রান করেছেন মাত্র ৪৭। আর তাই তার জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। এছাড়া ইমরুল কায়েস তার খেলা চার ইনিংসে ১০ রানের কোটা পেরোতে পারেননি। তবে তিনি ওয়ানডে সিরিজে ছিলেন ক্যারিয়ারের সেরা ছন্দে। আর তাই টিকে গেছেন তিনি। তাছাড়া তামিম ফিরতে পারছেন না প্রথম টেস্টের জন্য।
অন্যদিকে এশিয়া কাপে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দলে থাকলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। তবে সিলেট টেস্টে বল হাতে ভালোই করেন আবু জায়েদ রাহী। কিন্তু ঢাকা টেস্টের দলে থাকা মুস্তাফিজুর এবং খালেদ আহমেদকে সুযোগ করে দিতে বাদ পড়েছেন তিনি। দলে সাকিবের অনুপস্থিতিতে তাইজুলের পাশাপাশি আরেকজন বাঁ-হাতি স্পিনার দরকার এই ভাবনায় সুযোগ পান নাজমুল অপু। তবে সাকিব ফেরায় বাদ গেছেন তিনি। সাকিব-তাইজুল থাকা সত্ত্বেও নাঈম হাসানের দলে সুযোগ পাওয়া অবশ্য কিছুটা অবাক করার মতো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
কালের আলো/পিএম