এরশাদ ইউটার্ন নিলে কি হবে ‘আমি আছি না’, প্রধানমন্ত্রীকে রওশন

প্রকাশিতঃ 12:40 am | November 06, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

এরশাদের প্রতি টিপ্পনি ছুঁড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এবার আর ইউটার্ন নিয়েন না।’ এ সময় রওশন এরশাদ বলে ওঠেন উনি ইউটার্ন নিলে কি হবে ‘আমি আছি না’।

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সংলাপে এমন পরিস্থিতির উদ্ভব হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় পার্টির একাধিক সিনিয়র নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

রওশন এরশাদের জবাবের পর আর এ বিষয়ে আর আলোচনা হয়নি। প্রধানমন্ত্রী দেশটাকে সুন্দরকরে গড়ার জন্য জাতীয় পার্টির সহায়তা চেয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহবান জানান।

২০১৪ সালের নির্বাচনের পুর্বে হুসেইন মুহম্মদ এরশাদ আওয়ামী লীগের সঙ্গেই ছিলেন। তফসিল ঘোষিত হলে তাতে তিনিসহ তার দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। কিন্তু হঠাৎ করে পুরো ইউটার্ন নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এরশাদ। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির বড় একটি অংশ নির্বাচনে অংশ নেন। যে কারণে ইউটার্ন প্রসঙ্গটি আলোচনায় স্থান পায় বলে ধারণা করা হচ্ছে।

এরশাদ তার বক্তব্যে পরবর্তীতে ক্ষুদ্র পরিসরে বৈঠকের আহ্বান জানিয়ে বলেন, আজকে আমরা আপনার দাওয়াত খেতে এসেছি।

বৈঠকে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ও জোটের ৩৩ জন নেতা অংশ নেয়। বৈঠকে যোগদানের জন্য সন্ধ্যা ৭ টার পুর্বেই গণভবনে পৌঁছান এরশাদ। রাত পৌনে ৯ টায় বের হয়ে সোজা বাসায় চলে যান। জাতীয় পার্টির পক্ষ থেকে বনানীতে ব্রিফিং করে মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

কালের আলো/ওএইচ