নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে বাংলাদেশের ইতিহাস

প্রকাশিতঃ 9:45 am | January 05, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল স্রেফ ৫ উইকেট। সেটা তুলে নিতে খুব বেশি সময় নিল না মুমিনুল হকের দল। দ্রুত গুঁটিয়ে যেয়ে বড় লিড নিতে পারল না নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশেনেই হেসেখেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে।

বুধবার (৫ জানুয়ারি) টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। একই সঙ্গে যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল মুমিনুল হকের বাংলাদেশ। কিউইদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩ ম্যাচ খেলে অবশেষে স্বপ্নের জয়ের দেখা পেল বাংলাদেশ।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের মাউন্ট মঙ্গানুই টেস্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১ম ইনিংসে গুটিয়ে যায় ৩২৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেন টপ অর্ডার ব্যাটার ডেভন কমওয়ে। এছাড়া ওপেনার ইয়ং ৫২ ও মিডল অর্ডার ব্যাটার হেনরি নিকলস করেন ৭৫ রান। বোলিংয়ে বাংলাদেশের পক্ষে শরিফুল-মিরাজ নেন ৩টি করে উইকেট। এছাড়া অধিনায়ক মুমিনুল ২টি আর পেসার এবাদতের শিকার ১টি উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। শতকের দেখা না পেলেও চার অর্ধশতকে সুবিধাজনক অবস্থানে থেকেই দল পায় জয়ের সুবাতাস। অধিনায়ক মুমিনুল (৮৮), লিটন দাস (৮৬), শান্ত (৬৪) আর ওপেনার জয়ের ব্যাট থেকে আসে মূল্যবান ৭৮ রান।

এরপর পিছয়ে পড়া স্বাগতিকরা ২য় ইনিংসে ব্যাট করতে নেমেই টাইগার দুই পেসার তাসকিন-এবাদতের বোলিং তোপে চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানের লিড পায়। এরপর পঞ্চম দিনের শুরুতেই আবারও পেসারদের ঝলকে মাত্র ৩৯ রানের লিড পায় নিউজিল্যান্ড। আর এই রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল কোচ রাসেল ডমিঙ্গোর দল। সিরিজের ২য় ও শেষ টেস্ট আগামী আগামী ৯ জানুয়ারি ক্রাইসচার্চে।

কালের আলো/বিএস/এমএম