নির্বাচনী প্রচারণা শুরু রওশন এরশাদের, ভোট চাইলেন লাঙল প্রতীকে

প্রকাশিতঃ 8:14 pm | November 04, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

নিজ সংসদীয় আসন ময়মনসিংহ-৪ (সদর) থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। একই সঙ্গে দেশের উন্নয়নের স্বার্থেও তিনি লাঙল প্রতীকে ভোট চেয়েছেন।

রোববার (০৪ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হলের ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিশাল সমাবেশে তিনি এই আহবান জানান। এই সময় দলীয় নেতা-কর্মীরা তাকে পুনরায় ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে বিজয়ী করারও অঙ্গীকার করেন।

এই সমাবেশে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির ক্ষমতার ৯ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন বিপ্লব ঘটেছে। একমাত্র রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিরই উন্নয়নের গর্বিত ইতিহাস রয়েছে।

নতুন প্রজন্ম বিশেষ করে তরুণ ভোটারদের কাছে এই ম্যাসেজ পৌঁছে দিতে হবে। তাদেরকে বুঝাতে হবে লাঙলে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং জাতীয় পার্টি আবারো ক্ষমতায় যাবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগিতে মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। এর আগেও আসনটিতে তিনি দুইবার সংসদ সদস্য ছিলেন।

নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনসভার ঠিক দুই দিনের মাথায় ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন সংসদের এই বিরোধী দলীয় নেতা।গত শুক্রবার (০২ নভেম্বর) সার্কিট হাউজ মাঠের জনসভার আগে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের টানা দুই মেয়াদে ময়মনসিংহ বিভাগের ১৯৫ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফরকালে তাকে স্বাগত জানান বিরোধী দলীয় নেতা। সেইদিন প্রধানমন্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির ১১ নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করেন। মূলত ওই বৈঠক থেকেই উদ্দীপ্ত হয়ে ওঠে জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

জেলা জাতীয় পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে, গতবারের ধারাবাহিকতায় এবারো জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলে ময়মনসিংহ-৪ (সদর) আসনেই জোটের প্রার্থী হবেন রওশন এরশাদ। এক্ষেত্রে জোটের প্রধান শরীক আওয়ামী লীগকে এই আসনটিতে নুন্যতম ছাড় দিতে রাজি নয় জাতীয় পার্টি।

জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা বলছেন, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে দশম জাতীয় সংসদ অনন্য এক উদাহরণ হয়ে থাকবে।

বিএনপি’র ভোট বর্জনের পর কঠিন চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা এবং জাতীয় পার্টির সর্বোচ্চ সহযোগিতার নেপথ্যে ‘জিয়ন কাঠি’র মতো ভূমিকা পালন করেছেন রওশন এরশাদ।

প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরকালেও রওশনকে সঙ্গে নিয়ে ১৯৫ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় আবারো ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশনকে বহাল রাখার ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে।

ময়মনসিংহের একটি আসনের জাতীয় পার্টির  একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, রওশন এরশাদ বরাবরই ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকেই ভোট করার বার্তা দিয়েছেন।

নিজের নাড়িপোতা ভিটার এই নগরী ছেড়ে অন্য কোন এলাকা থেকে ভোটে তিনি দাঁড়াবেন না তাঁর এই মনোভাব সম্পর্কে ওয়াকিবহাল আওয়ামী লীগের হাইকমান্ড।

কালের আলো/এএ