সাকিবের ব্যাবসায়িক পোস্টে ভক্তদের টিপ্পনি
প্রকাশিতঃ 11:50 pm | November 03, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি সরব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই ভক্তদের মাঝেও বেশ জনপ্রিয় টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। ক্রিকেটের বাইরে মাঝে মধ্যেই নানা কারণে খবরের শিরোনাম হয় সাকিব।
শনিবার সকালে গভীর মনোযোগে মোবাইল ব্যবহার করছেন- নিজের এমন একটি ছবি সংযুক্ত করে নিজের ফেসবুক পেজে সাহায্য চেয়ে পোস্ট দিয়েছেন সাকিব। এরপরেই কমেন্টের বন্যা বয়ে যেতে থাকে তার পোস্টের নিচে। সেই পোস্টের ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘ড্রাইভার গিয়েছে শিশিরকে ড্রপ করতে। কিন্তু আলাইনা চায় আইসক্রিম খেতে যেতে! কিভাবে যাই?
সাকিবের এই প্রশ্নের উত্তরেই জমা হয়েছে হাজার হাজার কমেন্ট। সাকিব খোলাসা করার আগেই ভক্তরা বুঝে গেছেন, এটি তার ব্যবসায়িক পোস্ট। তাই ভক্তরাও টিপ্পনি না কেটে পারেনি। এক ভক্ত রসিকতা করে সেখানে কমেন্ট করেছেন, সাকিবের ছবি যিনি তুলে দিয়েছেন তাকেই বলেছেন আইসক্রিম এনে দিতে! তাতে আরেক ভক্তের মন্তব্য- ছবিটা ক্যামেরার স্ট্যান্ড ব্যবহার করে তোলা, অথবা ছবিটা হয়ত ছোট্ট আলাইনাই তুলে দিয়েছে!
বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সাহায্য করতে এক ভক্তের মন্তব্য, ‘কেন ভাই, আপনি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই আইসক্রিমকে কল দিলে তো আপনার বাসায় অনেক আইসক্রিম চলে আসবে।’
এক খুঁতখুঁতে ভক্ত সাকিবের এই পোস্টে লিখেছেন, ‘আমি নিশ্চিত তার (সাকিব) শুধু একটি গাড়ি কিংবা একটি ড্রাইভার নেই। এটা একটা বিজ্ঞাপন, এই যা।’
তবে সুযোগটাকে সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। যাতায়াত ও মালামাল সরবরাহের জনপ্রিয় একটি প্রতিষ্ঠান সাকিবকে লিখেছে, ‘সাকিব, আমরা তোমাকে সাহায্য করতে পারি!’
একটি রেডিও চ্যানেলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, আলাইনার জন্য আইসক্রিম আনতে সেই প্রতিষ্ঠানের গাড়িতে চড়ে সাকিব যেন এই রেডিও চ্যানেল শুনতে শুনতে ভ্রমণ উপভোগ করেন।
স্থাপত্য বিষয়ক একটি প্রতিষ্ঠান সাকিবকে তাদের প্রপার্টি ব্যবহারের কথা জানিয়ে সুবিধা হিসেবে উল্লেখ করেছে এমন সব প্রতিবেশীর কথা যারা থাকলে আইসক্রিম কিনতে কোনো গাড়িরই প্রয়োজন পড়বে না!
আর অনলাইনে জিনিসপত্র অর্ডারের একটি প্রতিষ্ঠান সরাসরি আইসক্রিম সরবরাহের সুযোগ চেয়ে বসেছে! কিংবা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান তাদের তৈরি রেফ্রিজারেটর কিনলে আলাইনার জন্য আইসক্রিম উপহারের ঘোষণা দিয়েছে!
কালের আলো/পিডি