রাতে কাদের সিদ্দিকীর বাসায় যাচ্ছেন ড. কামাল

প্রকাশিতঃ 3:59 pm | October 31, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

জানা গেছে, বুধবার রাতে ড. কামালকে কাদের সিদ্দিকী তার মোহাম্মদপুরের বাসায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।

তিনি জানান, আজ রাত ৮টার দিকে ড. কামাল হোসেনসহ বেশ কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় যাবেন। তাদের নৈশভোজের আমন্ত্রণ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এর আগে, গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠক করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখান থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করতে চান।

কালের আলো/পিএম