দূর্নীতি মামলায় খালেদার রায়, ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিতঃ 8:34 pm | October 29, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ রায়ের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল।

ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানের নেতৃত্বে ব্রীজের মোড় থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক মোঃ মাসুদ মিয়া ও সাংগাঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক ছাড়াও সহসভাপতি- জাহাঙ্গীর আলম, তৌফিকুল ইসলাম, রকিবুল হাসান, যুগ্মসম্পাদক- মুরাদ, মান্নান,জোনাক,রনি, মনির, সুমন, সাগর, আকাশ ছাড়াও প্রায় তিনশতাধিক ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএম