রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিতঃ 11:25 am | November 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিক্ষোভে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে বাসের চাপায় ওই নিহতের ঘটনা ঘটলে উত্তেজিত জনতা ৮টি বাসে আগুন ও ৩ টি বাস ভাঙচুর করে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনাকে কেন্দ্র করে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য রামপুরা বাজারজুড়ে পুলিশের রয়েছে ব্যাপক উপস্থিতি।

ওদিকে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও এখনও চোখে পড়ছে না কোন আন্দোলনরত শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণকে।

পুলিশ বলছেন, আমরা প্রতিদিনের মতই ডিউটি করতে আসছি। তবে আজ একটু কড়া অবস্থানে আছি। গতকালকের ঘটনাকে কেন্দ্র করে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে আমাদের নজর আছে।

এদিকে গতকাল রাতই ওই অনাবিল বাসের চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে ওই বাসের হেলপার চান মিয়াকেও রাজধানীর সায়দাবাদ হতে র‍্যাব গ্রেফতার করেছে বলে জানা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মাঈন উদ্দিন একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থী। গতকাল রাতে দু’বাসের প্রতিযোগিতায় মাঝখানে পড়ে অনাবিল বাসের চাপায় সড়কেই নিহত হয় মাঈন উদ্দিন।

কালের আলো/টিআরকে/এসআইএল