বরিশালের ৭ পদাতিক ডিভিশনের ত্রাণ বিতরণ

প্রকাশিতঃ 4:08 pm | November 25, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে ৭ পদাতিক ডিভিশন এরিয়া সদর দফতর বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় গরীব-দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক বিগ্রেডের ব্যবস্থাপনায় ৬২ ইস্ট বেঙ্গলের আয়োজনে বাকেরগঞ্জ থানার হেলিপ্যাড মাঠ ও ভরপাষা ইউনিয়ন পরিষদ মাঠে ৬ শতাধিক দুস্থদের মাঝে এ ত্রাণ (চাল, ডাল, তৈল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৬ পদাতিক বিগ্রেডের ৪১ বীর এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুল আলম বেগ, পিএসসি ও ৬২ ইস্ট বেঙ্গলের অফিসার কমান্ডিং মেজর তানভীর রশিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট তাজউদ্দীন আহমেদ রৌদ্র।

ত্রাণ পাওয়া নারী-পুরুষ ও স্থানীয়রা শেখ হাসিনা সেনানিবাসের ৬২ ইস্ট বেঙ্গল ও ৭ পদাতিক ডিভিশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কালের আলো/এসবি/এমএইচএ