সিয়েরা লিওনে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে ৯১ জন নিহত

প্রকাশিতঃ 5:32 pm | November 06, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

শুক্রবার (৫ নভেম্বর) দেশটির রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলের ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

বন্দরনগরীর মেয়র ইভন আকি-সাওয়ার ফেসবুকে একটি পোস্টে লেখেন, ভুক্তভোগীদের মধ্যে এমন লোকও রয়েছে যারা জ্বালানি সংগ্রহ করতে ভিড় করেছিল।

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরেহ সিসে অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে বলেন, আমরা অনেক আহত, নিহত ও পোড়া মরদেহ পেয়েছি। এটি একটি ভয়ানক, ভয়ানক দুর্ঘটনা।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, বেশ কজন ‘খারাপভাবে দগ্ধ’ মানুষ রাস্তায় পড়ে আছে। আশপাশের দোকান আর বাড়িগুলোতেও আগুন জ্বলছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবিগুলো যাচাই করতে পারেনি।

মেয়র আকি-সায়ার ভিডিও এবং ছবিগুলোকে ‘দুঃখজনক’ আখ্যা দেন। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এবং তার ডেপুটি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে ছিল।

প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো টুইট করেন ‘যেসব পরিবার প্রিয়জন হারিয়েছে এবং পঙ্গু হয়েছে তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করবে।

কালের আলো/টিআরকে/এসআইএল