বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলো টাইগাররা

প্রকাশিতঃ 7:09 pm | November 05, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তবে পুরো দল আসেনি। স্কোয়াডের প্রথম গ্রুপ শুক্রবার (৫ নভেম্বর) ঢাকায় পা রেখেছে। বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

প্রথম ধাপে এসেছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন সঙ্গে।

দ্বিতীয় ধাপে রাত ১১টায় ফেরার কথা রয়েছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানের।

স্কটল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হয়। এরপর ওমান আর পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোনোরকমে প্রথম পর্ব পার করে। তবে সুপার টুয়েলভে গিয়ে আবার ছন্নছাড়া টাইগাররা। এই পর্বে তারা খুলতেই পারেনি জয়ের খাতা। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত হয় দল।

এই বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ দল। তবে পুরো টিম ফিরছে না। চার ক্রিকেটার থাকছেন ছুটিতে। তারা হলেন- অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ।

টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইনসে চড়ে দেশের উদ্দেশে জাতীয় দলের ৭ জন ক্রিকেটার দুবাই ছেড়েছেন। তারা রয়েছেন ঢাকার পথে। সেই ৭ ক্রিকেটার হলেন- রুবেল হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শামীম পাটোয়ারী ও নাঈম শেখ। দেশে ফেরা এই দলে আছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ও চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১২ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগেই দেশে ফিরবেন ছুটিতে থাকা ক্রিকেটাররা। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

কালের আলো/টিআরকে/এসআইএল