প্রতারণার মামলায় আরজে নীরবের জামিন নামঞ্জুর
প্রকাশিতঃ 6:52 pm | November 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
গুলশান থানার প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নীরবের জামিন নাকচ করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত গুলশান থানার এক মামলায় তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।
জানা যায়, ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহকের মামলায় গত ২৮ অক্টোবর আরজে নিরবকে গ্রেফতার দেখানো হয়।
এদিন এই মামলায় আরজে নিরবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল