কুমিল্লায় পূজামণ্ডপে হামলা : ১৭ আসামির ৫ দিন করে রিমান্ড

প্রকাশিতঃ 4:19 pm | November 03, 2021

কালের আলো সংবাদদাতা:

কুমিল্লার ঠাকুর পাড়া কালী মন্দির ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ১৭ আসামিকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ আসামিকে হাজিরে করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে। পরে ১নং আমলী আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আল মাহামুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১২টার দিকে ১৮ আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।

গত ১৩ অক্টোবর কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষা কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুই দিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১১ মামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি, দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল