মিরপুরে মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার
প্রকাশিতঃ 1:15 pm | October 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের ৮ নম্বর কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে র্যাব-৪ এর একটি দল।
বুধবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার করে র্যাব। মর্টার শেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম ডিসপোজাল ইউনিট।
এ বিষয়ে দুপুরে মিরপুর-১ নম্বরের রাইনখোলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল