ভাসানচর থেকে পালানো ৪৫ রোহিঙ্গা আটক

প্রকাশিতঃ 7:46 pm | October 05, 2021

কালের আলো সংবাদদাতা:

নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপ থেকে ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৫ অক্টোবর) তাদেরকে স্বর্ণদ্বীপ এলাকায় দেখে স্থানীয় এলাকাবাসী আটক করা হয়। আটকদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি জেলা পুলিশ প্রশাসন।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ৪৫জন রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে মর্মে সংবাদ পাওয়া গেছে। তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন যাবৎ তারা না খেয়ে আছে মর্মে জানা যায়। আটক ৪৫ জন রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু বাকিরা নারী ও পুরুষ।

ভাসানচর থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কালের আলো/টিআরকে/এসআইএল