জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান
প্রকাশিতঃ 8:09 pm | October 04, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
মাদককাণ্ডে জামিন পাননি গ্রেফতার বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আরও তিন দিনের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে পাঠিয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) আদালত জানিয়ে দেয়, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একই আদেশ দেওয়া হয়েছে তার সঙ্গে গ্রেফতার বাকি দুজনের ক্ষেত্রেও।
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করেছেন, আরিয়ানের মুঠোফোনে মাদকযোগের প্রামাণ্য পাওয়া গিয়েছে। যারই প্রেক্ষিতে এনসিবির কর্মকর্তারা সন্দেহ করছেন তার সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগাযোগ থাকতে পারে। এজন্য আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করে এনসিবি
তবে আদালত আরিয়ান ও তার ঘনিষ্ঠ বন্ধুদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আগামি ৭ অক্টোবর পর্যন্ত এনসিবিকে অনুমতি দেয়।
এদিকে আরিয়ান খানের জামিন চেয়ে আদালতে তার আইনজীবী সতীশ মানশিন্ডে আবেদন করেন। সতীশ মানশিন্ডের দাবী, ‘আমার মক্কেলকে শুধুমাত্র চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আরিয়ানের কোনো টিকিট ছিল না, এমনকি কেবিন বা কোনো আসন ছিল না। তার বোর্ডিং পাসও ছিল না। কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কিছুই পাওয়া যায়নি। সেদিক থেকে আরিয়ানের অপরাধগুলো জামিনযোগ্য।
মাদক মামলায় রবিবার শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ানকে এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
আরিয়ানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার রুপি। মাদকের মধ্যে ছিলো ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস।
কালের আলো/টিআরকে/এসআইএল