কাবুলে মসজিদের প্রবেশপথে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
প্রকাশিতঃ 7:11 pm | October 03, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩ অক্টোবর) তালেবানের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।
গত সপ্তাহে মারা যাওয়া মায়ের জন্য ঈদ গাহ মসজিদে প্রার্থনার আয়োজন করেছিলেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে প্রার্থনা অনুষ্ঠানে বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
রোববার (৩ অক্টোবর) সকালের দিকে অনুষ্ঠান চলাকালে মসজিদের প্রবেশপথে বিস্ফোরণ ঘটে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে তালেবানের কর্মকর্তারা জানিয়েছেন।
বিস্ফোরণস্থলের পাশের দোকানি আহমাদুল্লাহ ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমি ঈদ গাহ মসজিদের কাছে বিস্ফোরণের শব্দ শুনেছি। বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।
‘বিস্ফোরণের আগে জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে ঈদ গাহ মসজিদে শোক অনুষ্ঠান শুরুর জন্য তালেবানের সদস্যরা সেখানকার সড়ক বন্ধ করে দেন।
আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তান দখল করার পর থেকে তাদের বিরুদ্ধে আইএসআইএল যোদ্ধাদের আক্রমণ বেড়েছে। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করছে।
আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে তাদের শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। তারা তালেবানকে শত্রু মনে করে।
এর আগে আইএসআইএল বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
কালের আলো/টিআরকে/এসআইএল